মো: রোকন উদ্দিন জয়: রূপনগর সমাজ কল্যাণ সমিতি ও সোনাকানিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ।
সাতকানিয়া উপজেলার হাতিয়ার কুলে ১৩ ডিসেম্বর ১৯ খ্রিঃ বিকাল ৩ ঘটিকায় রূপনগর সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ খানে আলম মেহেদী সভাপতিত্বে মোহাম্মদ জুবায়ের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাষ্টার আবুল কাসেম চৌধুরী উপদেষ্টা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কুতুব উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসাইন চৌধুরী শাহরিয়ার, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাষ্টার আবু তাহের, নির্বাহী সদস্য, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, কমল বড়ুয়া সভাপতি, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সোনাকানিয়া ইউনিয়ন, মোঃ নাছির উদ্দিন পরিচালক, রূপনগর একাডেমি, কক্সবাজার জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, রূপনগর সমাজ কল্যাণ সমিতির সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন,সোনাকানিয়া ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, মোহাম্মদ দিদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে রূপনগর সমাজ কল্যাণ সমিতির সমাজ সেবামূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং সংগঠনের গৃহীত সমাজসেবা মূলক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।