১০টিভি প্রতিবেদক:
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ববিতা বড়ুয়া নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাসা থেকে ওই নেত্রীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন এর এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ বলেন, এনআই এ্যাক্ট মামলার ওয়ারেন্টভুক্ত হওয়ায় আসামি ববিতা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।