মো: রোকন উদ্দিন জয়: চট্টগ্রামের নগরের ১৪ নং ওয়ার্ড লালখান বাজার ভান্ডারী মার্কেটের সামনে কাউন্সিলার এ.এফ. কবির আহমদ মানিকের ডান হাত ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যাকারী মোক্তার এবং তার সহযোগী ও চিহ্নিত সন্ত্রাসী’দের নিয়ে সাংবাদিক নুরুল আজমের মোটরসাইকেল গতিরোধ করে দুই লক্ষ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করায় মোক্তার এবং তার সহযোগিদের নিয়ে সাংবাদিক নুরুল আজমকে মারধর করে।
এ হামলার ঘটনায় গত ৮ নভেম্বর পাঁচ জনকে এজাহার ভুক্ত ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নুরুল আজম। যার মামলা নং ১৩/৩৭৫। এজাহারভুক্ত আসামীগণ হলেন ১. মোক্তার হোসেন ২. সালাউদ্দিন ৩. শাহাদত ৪. শাহজাহান ও ৫. নাহিদ হোসেন রাসেল।
উল্লেখিত ঘটনার মামলার ২ দিন পরে ৫ নং আসামি নাহিদ হোসেন রাসেলকে লালখান বাজার এলাকা থেকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তাকে আদালতে উপস্থাপনের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব কুমার চৌধুরী।সাংবাদিকের উপর হামলা ও চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সুদীপ্ত হত্যা মামলার আসামিসহ চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সিনিয়র ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এ নির্দেশ দেন।
আসামিরা হলো- মোক্তার হোসেন ভুঁইয়া, মো. সালাউদ্দিন, মো. শাহাদাত ও মো. শাহাজাহান। এদের মধ্যে মোক্তার হোসেন ভুঁইয়া সুদীপ্ত হত্যা মামলার প্রধান আসামি ছিল। তার বিরুদ্ধে লালখান বাজার এলাকায় চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
মোক্তার ও বাকি আসামিরা স্থানীয় কাউন্সিলর মানিক অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাড. মাহমুদুল হক বলেন, লালখান বাজারের ইস্পানি মোড়ে সাংবাদিক নুরুল আজমকে মারধরের মামলায় জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত চারজন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাতে লালখান বাজার ইস্পাহানি মোড়ে সাংবাদিক মো. নুরুল আজমকে চাঁদাদাবি করে মারধর করে এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গত ৮ নভেম্বর পাঁচজনকে আসামি করে ও অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন নুরুল আজম।
১. সদর ঘাট থানার মামলা নং ৮(১০)১৭ আসামি মোক্তার ১৬৪ দিয়েছে আদালতে।( সুদীপ্ত হত্যা মামলা)
২. পুলিশ এর উপর হামলা, খুলশী থানার মামলা নং ৯ তারিখ ৭/৫/১৮ইং ধারা-১৪৩/৩৪২/১৮৯/৩৫৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোর্ড। এই মামলায় সালাউদ্দিন ২ নং আসামি।
৩. খুলশী থানার মামলা নং ৩৮ তারিখ ২৭/৭/১৮ ইং ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭ পেনাল কোর্ড, এই মামলায় সালাউদ্দিন ৩ নং আসামি, মোঃ শাহজাহান ২৫ নং আসামি।
৪. খুলশী থানার মামলা নং ১ তারিখ -১/৭/২০১৯ ইং ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪২/৪৪৮/৪২৭/৫০৬ দঃ বিঃ এই মামলায় সালাউদ্দিন ১০ নং আসামি।
৫. খুলশী থানার মামলা নং ৪০ তাং ২৯/৭/১৮ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ (২) পেনাল কোর্ড এই মামলায় সালাউদ্দিন ৫ নং আসামি।
৬. চাঁদা দাবী করাতে আসামীদের নামে খুলশী থানায় জিডি নং ২৪২ তাং ৫/১১/১৯ইং