সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে শীতবস্ত্র পেলো অসহায় দুস্থ ও পথশিশুরা

সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে শীতবস্ত্র পেলো অসহায় দুস্থ ও পথশিশুরা

মো: রেজাউল হক ফারুক: গত ২০ নভেম্বর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় প্রচেষ্টা সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

দির্ঘদিন যাবৎ নগরীর হত দরিদ্র ও পথ শিশুদের নিয়ে কাজ করে চলেছে প্রচেষ্টা সংগঠন। ক’জন উদ্দাম যুবকের মানব সেবার লক্ষে নগরীর অলিগলিতে মানবতার হাত প্রসারিত করে চলেছে অবিরাম। তাদের স্বপ্নের সংগঠন প্রচেষ্টা আজ তিল তিল করে মানবসেবার উজ্জ্বল নক্ষত্র হয়ে সেবা প্রদান করে চলেছে দুস্থ অসহায়, পথ শিশুদের মাঝে।

শীতের প্রকোপ শুরুর আগে তাই গত ২০ নভেম্বর প্রথম পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিরতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন বাচচু। তিনি বলেন- সমাজের সকল যুবক যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসে তাহলে দেশে দারিদ্রতা আর থাকবে না।

এসময় আরো বক্তব্য রাখের প্রচেষ্টার সভাপতি জয়নাল আবেদীন আসলাম। তিনি বলেন- প্রচেষ্টা সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত মানুষ কে নিয়ে কাজ করে। আমাদের লক্ষ হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা, আর সেই সোনার বাংলা গড়তে হলে অবশ্যই সবাই কে নিয়ে এগিয়ে যেতে হবে, তাই আমরা চাই এই সমাজের পথওশিশুদের জন্য বিন্দুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক। এবার আমাদের স্লোগান “হারবে শীত -জিতবে মানবতা”।

সবাই যদি এগিয়ে আসি আমরা আমাদের এগিয়ে যেতে পারবো। সংগঠন এর সাধারণ সম্পাদক জিসাদ আলীর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম, নব কমিটির সহ-সভাপতি কামরুল হাসান, মো: সাদেক, সাইদুল ইসলাম ইরফান, যুগ্ম-সম্পাদক ফরহাদ আহমেদ, আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক নিশান উদ্দীন বাপ্পি, ক্রীড়া সম্পাদক মো:শাহরিয়ার নিজাম, প্রচার সম্পাদক রিশাদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মুন আফরিন ইভা, সদস্য মো:রবিন আহমেদ, মোঃরাকিব।

আগামী ১০/১২/২০১৯ ইং তাদের দ্বিতীয় ইভেন্ট শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেই লক্ষে সকলের প্রতি সাহায্যের আবেদন করে বক্তারা 01632454865(বিকাশ) এ সকলকে সহযোগীতা করার অনুরোধ জানিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সমাপ্তি করেন।

Share